কীঃলিপিকা ১.০ উন্মুক্ত করা হলো ।

কীঃলিপিকা লাইট ভার্সনটি বঙ্গভাষীদের জন্য মুক্ত অর্থাৎ লাইসেন্স 'ফি' লাগে না ।

কোথায় কিভাবে পাবেন

কীঃলিপিকা লাইট ভার্সন, একটি প্রিরিকুইসিটস রাখে । উইন্ডোজে ১০ বা উইন্ডোজে ১১তে । ভার্সনটি ডাউনলোড করে নিন । তারপর ছবিতে দেখানো মতো extract করে নিন । LipikaLite ফোল্ডারে গিয়ে KeyLipika.exe দেখতে পারলে, বুঝবেন কীঃলিপিকালাইট প্রস্তুত !

কিভাবে চালু করবেন

KeyLipika.exe ডবল ক্লিক করে শুরু করুন । এই মুহূর্তে, ইনস্টলারগুলির কোড সাইন করা নেই । ডাউনলোড করার পর এটা চালু করার জন্য 'আননোন' পাবলিশার বলে ওয়ার্নিং দিতে পারে । যেটা আপনি ইগনোর করে 'রান' ক্লিক করে চালিয়ে দেবেন' ।

বাংলা কিভাবে টাইপ করবেন

টাইপিং শুরু করার জন্য, আপনি যে এপলিকেশনে টাইপ করবেন, সেখানে যাবেন । এখানে বাংলা থাকলে, আপনি এফ-৬ অর্থাৎ F6 প্রেস করে English এক্টিভেট করে নিন । বটন ক্লিক করেও করতে পারেন ।